ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মীরার অ্যালবামের মোড়ক খুললেন অধ্যাপক আনিসুজ্জামান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
মীরার অ্যালবামের মোড়ক খুললেন অধ্যাপক আনিসুজ্জামান

কণ্ঠশিল্পী মীরা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘অনেক কথা বলেছিলাম’ প্রকাশিত হলো। রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে এসেছিলেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ, বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।  

এ অ্যালবামে গান রয়েছে মোট ৯টি। এগুলো হলো- ‘তুমি কোন পথে যে এলে’, ‘কতোবার ভেবেছিনু’, ‘বসন্ত তার গান লিখে যায়’, ‘আমার বিচার তুমি করো’, ‘সেই ভালো সেই ভালো’, ‘ও যে মানে না মানা’, ‘অনেকদিনের আমার যে গান’, ‘অনেক কথা বলেছিলেম’ ও ‘দিনশেষের রাঙা মুকুল’। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এটি বাজারে এনেছে জি-সিরিজ।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।