ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাইফেল চালানো শিখলেন ডায়ানা পেন্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
রাইফেল চালানো শিখলেন ডায়ানা পেন্টি ডায়ানা পেন্টি

চরিত্র ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীদেরকে কতো কিছুই না করতে হয়। বলিউডের অভিনেত্রী ডায়ানা পেন্টি যেমন ‘হ্যাপি ভাগ জায়েগি’র জন্য শিখেছেন কীভাবে রাইফেল চালাতে হয়।

এ ছবিতে বদমেজাজী ও আত্মনির্ভরশীল তরুণী হারপ্রিত কৌর ওরফে হ্যাপি চরিত্রে অভিনয় করেছেন ডায়ানা। এর দৃশ্যধারণ চলাকালে সেটেই রাইফেল প্রশিক্ষককে পেয়েছেন তিনি।

আন্তঃসীমান্ত হাস্যরসধর্মী ছবিটিতে হ্যাপির বাবার ভূমিকায় আছেন বর্ষীয়ান অভিনেতা কানওয়ালজিত সিং। তিনিই ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে শিখিয়েছেন কীভাবে একটি রাইফেল ধরতে, গুলি ভরতে এবং তারপর চালাতে হয়।

‘ককটেল’ তারকা ডায়ানা বলেছেন, ‘হ্যাপি মেয়েটার সাহস এ ছবিতে প্রাধান্য পেয়েছে। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে পাকিস্তানের স্থানীয় পরিবহন কুইঞ্জি চালানো থেকে শুরু করে বন্দুক দিয়ে গুলি করা- সব রোমাঞ্চকর অভিজ্ঞতাই হয়েছে। রাইফেল ব্যবহারে কানওয়ালজিতজি আমাকে সহযোগিতা করেছেন। তার সঙ্গে শুটিং করে মজা লেগেছে। ’

মুদাসসার আজিজ পরিচালিত ‘হ্যাপি ভাগ জায়েগি’ মুক্তি পাবে শিগগিরই। এতে আরও অভিনয় করেছেন অভয় দেওল ও আলি ফজল। ছবিটি প্রযোজনা করেছেন ‘রাঞ্ঝনা’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর পরিচালক আনন্দ এল. রাই।    

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।