ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নয়নতারাকে নিয়ে দুই বন্ধুর বাজি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
নয়নতারাকে নিয়ে দুই বন্ধুর বাজি নাঈম, জুঁই ও রাশেদ মামুন অপু

দুই বন্ধু দীপ্ত ও রিক্ত একসঙ্গে থাকে এক যুগেরও বেশি সময় ধরে। রিক্ত বিশ্বাস করে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে না! যা হয় তা হলো প্রেম।

কিন্তু দীপ্ত এটা মানতে নারাজ। নয়নতারা নামে যে মেয়েটি তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে নিয়ে বাজি ধরে দুই বন্ধু। রিক্তর চ্যালেঞ্জ, সে নয়নতারার সঙ্গে প্রেম করবে। আর দীপ্ত চায় মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করতে। তিন মাস পর দেখা যাবে কার কি অবস্থান।

‘শহরে নয়নতারা’ নাটকের গল্পটা এমনই। এতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন জুঁই। এ ছাড়া দীপ্তর ভূমিকায় নাঈম আর রিক্ত চরিত্রে অাছেন রাশেদ মামুন অপু। এর চিত্রায়ন হয়েছে ঢাকার উত্তরা ও দিয়াবাড়িতে।

বন্ধু দিবসকে সামনে রেখে নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কি সেটা বলতে চেয়েছি সংক্ষেপে। বন্ধু অন্যসব সামাজিক সম্পর্কের চেয়ে একেবারেই ভিন্ন। একটা রাজহাঁস, একটা নয়নতারা ফুলের গাছও যে কারও বন্ধু হতে পারে। সেই গল্পটা আছে এখানে। ’

নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। তার দাবি, নাটকটি দেখে বন্ধুত্ব নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। রোববার (৭ আগস্ট) বন্ধু দিবসে এনটিভিতে প্রচার হবে জয়ধ্বনি মিডিয়া প্রযোজিত ‘শহরে নয়নতারা’।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।