ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৈয়দ আব্দুল হাদী প্রসঙ্গে শিল্পী-সুরকারদের কথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
সৈয়দ আব্দুল হাদী প্রসঙ্গে শিল্পী-সুরকারদের কথা সৈয়দ আব্দুল হাদী, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুরকার আলী হোসেন, আলম খান,  আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ খুরশীদ আলম, শাম্মী আখতার, আবিদা সুলতানা, রফিকুল আলম, ফাতেমা-তুজ-জোহরা, আসিফ আকবর, নির্মাতা আমজাদ হোসেন, গীতিকার মনিরুজ্জামান মনির, চিত্রশিল্পী হাশেম খান, সাংবাদিক মতিউর রহমান- নিজেদের অঙ্গনে জনপ্রিয় এই তারকারা উপস্থিত হয়েছিলেন একমঞ্চে। তাদের মধ্যমণি একজন- কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গুণী এই মানুষেরা ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ নামের সংকলিত অ্যালবামের মোড়ক উন্মোচন ও তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী দেখেছেন। নিজেদের বক্তব্যে গুণী এই শিল্পী সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা।

সংগীত পরিচালক আলী হোসেন বলেন, ‘এই লোকটি সম্পর্কে বলবো, তিনি খুব সুশিক্ষিত। তার সঙ্গে কাজ করার খুব একটা সুযোগ হয়নি। তবে বলতে পারি, তিনি বড় মাপের শিল্পী, কিংবদন্তি। ’

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেছেন, ‘হাদী ভাইয়ের সঙ্গে অসংখ্য গান করেছি। তিনি বয়সে এবং কণ্ঠে এখনও যেন তরুণ হয়েই আছেন। তার এই কাজটির মাধ্যমে আমরাও উৎসাহ পেলাম। এমন করে যেন আমরাও আরও কিছুদিন গান গেয়ে যেতে পারি। ’  

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বলেন, ‘হাদী ভাই নিজেই বলেছেন, তিনি একসময় বুঝতে পেরেছিলেন যে গানটা আসলে শিখতে হয়, না শিখলে হয় না। এ প্রসঙ্গে তরুণ প্রজন্মকে আবারও মনে করিয়ে দিতে চাই, গান সত্যি শেখার বিষয়, চর্চার বিষয়। খুব দুঃখের সঙ্গে খেয়াল করছি যে, মেধাশুন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ, কণ্ঠশুন্য হয়ে যাচ্ছে। হাদী ভাই সত্যি ভাগ্যবান মানুষ। উনি না থাকলেও তার গান টিকে থাকবে হাজার বছর। ’

সুরকার ও সংগীত পরিচালক আলম খান বলেন, ‘হাদী ভাই আরও অনেকদিন আমাদের মাঝে গান করুন। ’ সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান বলেন, ‘আমি শুধু বাংলাদেশের শিল্পীদেরকে বলবো, হাদী ভাইকে মডেল হিসেবে গ্রহণ করেন, প্লিজ। ’

নির্মাতা আমজাদ হোসেন বলেন, ‘আমার সবচেয়ে বড় অহঙ্কার সৈয়দ আব্দুল হাদী আমার বন্ধু। তার মতো কণ্ঠ খুব পাওয়া যায় না। এ কারণেই আমার সব ছবিতে তার গান আছে। চিরদিন আমার বুকের ভেতরে তার গান থাকবে। ’

কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘শুধু শিল্পী নন, তিনি একজন শিক্ষক। রূচিশীল গান বলতে যা বোঝায় তিনি তার উদাহরণ রেখেছেন। তিনি এমন কোনো গান করেননি যেগুলো শ্রোতারা গ্রহণ করেনি। আমার ঈর্ষা হয় এ কারণে যে, নামী সুরকারেরা কিছু গান হাদী ভাইয়ের জন্যই করেছিলেন, আর কাউকে দেননি। ’

** ‘আমার অবস্থা কন্যাদায়গ্রস্ত পিতার মতো’
** চারটি অ্যালবামে সৈয়দ আব্দুল হাদীর ৪৬টি গান সংরক্ষণ

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।