ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাকী আখান্দের জন্য গাইবেন তাহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
লাকী আখান্দের জন্য গাইবেন তাহসান লাকী আখান্দ ও তাহসান খান, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশিষ্ট সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ দীর্ঘদিন ধরে হাসপাতালে শয্যাযায়ী। ফুসফুস ক্যান্সারে ভুগছেন তিনি।

তার সুচিকিৎসার জন্য এগিয়ে আসছেন ভক্ত ও অনুরাগীরা। আর্থিক সমস্যা কাটিয়ে শিল্পী আবার ফিরবেন সুস্থ জীবনে এমনটাই প্রত্যাশা সবার। কালজয়ী অসংখ্য গানের সুরস্রষ্ঠা লাকীর পাশে দাঁড়াচ্ছেন শিল্পীরাও। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান গাইবেন প্রিয় শিল্পীর জন্য।   

আগামী ১৬ ও ১৭ আগস্ট সন্ধ্যায় ‘ট্রিবিউট টু স্যার লাকি আখান্দ’ নামে দুই দিনের কনসার্ট আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ঢাবির টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। এর মধ্যে অন্যতম তাহসানের ‘তাহসান দ্য ব্যান্ড’। তারা গাইবে প্রথমদিন সন্ধ্যায়।  

অন্য ব্যান্ডগুলো হলো- আর্ভোভাইরাস, এভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেস, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন।  

‘ট্রিবিউট টু স্যার লাকি আখান্দ’ আয়োজকদের পক্ষে আব্দুল্লাহ আল ইমরান বাংলানিউজকে জানান, কনসার্ট উপভোগ করার জন্য কোনো টিকেটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে কমপক্ষে ৫০ টাকা দিলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।