ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় শোক দিবসের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জাতীয় শোক দিবসের আয়োজন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণ করেন।

শোক দিবসে দেশের টিভি চ্যানেলগুলো দিনব্যাপী রাখছে বিশেষ অনুষ্ঠান।  

বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে, সকাল ৮টা ১৫ মিনিটে টুঙ্গীপাড়া  থেকে এবং সকাল ১০টা ২০ মিনিটে টুঙ্গীপাড়া থেকে সরাসরি সম্প্রচারে থাকতে বিটিভিসহ কয়েকটি টিভি চ্যানেল। অন্যান্য নির্বাচিত কয়েকটি অনুষ্ঠানের টুকরো তথ্য রইলো এখানে।  

উদিত সূর্যে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী ও অভিনেত্রী শমী কায়সার। গান গেয়েছেন এস আই টুটুল। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় এটিএন বাংলায় প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।  

*  সুজেয় শ্যাম। দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। ‘রক্তে ভেজা ১৫ আগস্ট’ অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী গান গেয়েছেন। একুশে টেলিভিশনে থাকছে রাত ১০টায়। ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ সংগীতানুষ্ঠানে গেয়েছেন নির্ঝর ও অপু। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ১১টায়।  

না ভোলা প্রহর
কবিতা আর গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে রয়েছে দুটি গান ও আবৃত্তি। গান গেয়েছেন শিল্পী সুবীর নন্দী এবং তিমির নন্দী। কবি আসাদ চৌধুরী কবিতা আবৃত্তির পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এটিএন বাংলায় প্রচার হবে রাত ১০টা ৫৫ মিনিটে।

* রফিকুল আলম। ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘মুজিব মুজিব’, ‘যায় যদি যাক প্রাণ’, ‘আমার বাউল মন’, ‘মহামিলনে’। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে।

স্বদেশের বুক জুড়ে জনকের মুখ
বৈশাখী টেলিভিশনে রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ‘স্বদেশের বুক জুড়ে জনকের মুখ’। এটি উপস্থাপনা করেছেন কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। অংশগ্রহণে কবি মুহম্মদ নুরুল হুদা, ড. মুহাম্মদ সামাদ, রবিউল হুসাইন ও আসলাম সানী।  

* ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্মৃতির প্রেরণা’ এসএ টিভিতে প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে।

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি
বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী, ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ‘আমি মুজিবের কথা বলবো’ শিরোনামে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন কবি নির্মেলেন্দু গুণ। তার ‘ভয়াল সে রাত’ কবিতাটি আবৃত্তি করবেন কবি ফারজানা করিম। উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া। জিটিভিতে প্রচার হবে রাত ৮টায়।

দ্য স্টোরি অব লিজেন্ড
বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিয়ে সাজানো ডকুফিল্মটিতে কণ্ঠ দিয়েছেন এবং অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। চিত্রনাট্য করেছেন বিংকু রিয়াজ। জিটিভিতে থাকছে রাত ১১টায়।

চলচ্চিত্র 
এটিএন বাংলায় সকাল ১০টা ৩৫ মিনিটে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ (খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবী, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান), চ্যানেল আইতে বিকেল ৩টা ০৫ মিনিটে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ (সিমলা, মাহফুজ আহমেদ), একুশে টেলিভিশনে বিকেল ৩টায় সোহেল আরমানের ‘এই তো প্রেম’ (শাকিব খান, বিন্দু, অমিত হাসান), আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে ও জিটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে কাজী হায়াতের ‘সিপাহী’ (মান্না, ইলিয়াস কাঞ্চন, চম্পা), বৈশাখী টেলিভিশনে সকাল ১০টা ৫০ মিনিটে মিতার ‘আলোর মিছিল’ (রাজ্জাক, ববিতা, ফারুক, আনোয়ার হোসেন, খলিল), দীপ্ত টিভিতে দুপুর সাড়ে ১২টায় তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’ ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।