ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর কারাবন্দি সময় নিয়ে চলচ্চিত্র 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বঙ্গবন্ধুর কারাবন্দি সময় নিয়ে চলচ্চিত্র  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিশ্বের মহান রাজনৈতিক নেতাদের জীবন নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনকাহিনি উঠে আসেনি রূপালি পর্দায়।

বিভিন্ন সময়ে এ নিয়ে উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। এবার মহান এই নেতার জীবনের খণ্ডাংশ নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘সাদা পায়রা’ নামের একটি ছবি।

মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ মাস পাকিস্তানে কারাবন্দি ছিলেন। তিনি কেমন ছিলেন ওই ১০ মাস? সেই সময়টাকেই চলচ্চিত্রে তুলে ধরবেন পরিচালক শিমুল সরকার। এরই মধ্যে গল্প চূড়ান্ত হয়েছে। এটি লিখেছেন সোলায়মান সুমন। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ।  

পরিচালক জানান, কাহিনীতে দেখানো হবে কারাগারে বসে একটি পায়রার সঙ্গে নিজের বেদনার কথা জানাচ্ছেন বঙ্গবন্ধু। পায়রাটি জানাবে দেশের খবরাখবর। বাস্তব ও পরাবাস্তবতার মধ্য দিয়ে আবেগকে প্রশ্রয় দিয়ে ছবির গল্প এগিয়েছে।

বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে চরিত্রের প্রয়োজনে দেশের বাইরের শিল্পীকেও বেছে নেওয়া হতে পারে। চলতি বছরের শেষ নাগাদ ‘সাদা পায়রা’র চিত্রায়ন শুরু হওয়ার কথা। আগামী বছরের ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।