ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার নার্গিস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার নার্গিস নার্গিস ফাখরি

অভিনেত্রী-মডেল নার্গিস ফাখরি বাকরুদ্ধ। তার ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ছয় লাখ রুপির প্রতারণামূলক লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে।

চেক রিপাবলিক-পাকিস্তানি বংশোদ্ভুত মার্কিন এই নাগরিক তার কার্ড অবরুদ্ধ (ব্লক করা) রাখতে জানিয়ে দিয়েছেন ব্যাংকে।  

গত ১৫ আগস্ট ‘রকস্টার’ তারকা নার্গিস মুম্বাই পুলিশের কাছে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। ওইদিনই সকালে অবৈধভাবে টাকাগুলো তোলা হয়েছে বলে ধারণা পুলিশের।  

সন্দেহ করা হচ্ছে, প্রতারকরা নার্গিসের ক্রেডিট কার্ডটির তথ্য নিয়ে এর একটি ক্লোন বানিয়ে টাকা চুরি করেছে। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে ১৪বারে ৯ হাজার ৬২ মার্কিন ডলারের লেনদেন করা হয়েছে।  

জুহু পুলিশের জ্যেষ্ঠ ইন্সপেক্টর সুনীল ঘোষালকার জানান, ক্লোন ক্রেডিট কার্ডটি কেবল টাকা তোলার জন্য ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে কোনো কেনাকেটা হয়নি। নার্গিস তখন মুম্বাইয়ে। তার ব্যাংক থেকে মোবাইল বার্তায় জানানো হয়, কেনাকাটার বিপরীতে লেনদেন হয়েছে। ক্রেডিট কার্ডটি কোটাক মহিন্দ্রা ব্যাংকের। গ্রাহকদের গোপন তথ্য কারও সঙ্গে ভাগাভাগির কথা অস্বীকার করেছেন এর কর্মকর্তারা।  

এই মামলার দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘লেনদেনের জালিয়াতি হওয়ায় কোটাক মহিন্দ্রা ব্যাংক থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করবো। চার ঘণ্টায় ১৪ বার টাকা তোলা হচ্ছে দেখেও ব্যাংক কেনো কিছু বুঝতে পারেনি এবং লেনদেন আটকে দেয়নি তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ’

এদিকে কয়েকদিন আগে ভারতে ফিরেছেন নার্গিস। তার নতুন ছবি ‘ব্যাঞ্জো’ মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর। এখন তিনি এর প্রচারণা নিয়ে ব্যস্ত। রবি যাদবের পরিচালনায় এতে নার্গিসের বিপরীতে অাছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।