ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসার সাতরঙের সাত নাটকে ১৪ তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ভালোবাসার সাতরঙের সাত নাটকে ১৪ তারকা (বাঁ থেকে) নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তিশা ও জন

রঙধনুর সাতরঙকে বলা হয় বে-নী-আ-স-হ-ক-লা। এই রঙগুলোর প্রতিটির নাম নিয়ে সাজানো হচ্ছে নাটক।

সবকটির বিষয় ভালোবাসা। নানান রঙের ভালোবাসা। তাই এ সাতটি নাটককে বলা হবে ‘ভালোবাসার সাতরঙ’।  

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি এই ব্যতিক্রম আয়োজন করেছে। নাটকগুলো নির্মাণ করবেন এ সময়ের তরুণ নির্মাতারা। আর মুখ্য ভূমিকায় থাকবেন দেশের জনপ্রিয় ১৪ তারকা।  

আশফাক নিপুনের ‘কমলা রঙের রোদ’-এ মাহফুজ আহমেদ ও অপি করিম অথবা নুসরাত ইমরোজ তিশা, হিমেল আশরাফের ‘আকাশ রাঙা চাদর’-এ নোবেল ও সাদিয়া ইসলাম মৌ এবং ইমরাউল রাফাতের ‘নীল খামে ভুল চিঠি’তে অভিনয় করবেন জাহিদ হাসান ও পূর্ণিমা।  

এ ছাড়া মাবরুর রশীদ বান্নাহর ‘সবুজ কাঁচের চুড়ি’তে জোভান ও মেহজাবিন, আরবি প্রীতমের ‘হলুদ রঙের বায়না’য় তৌকীর আহমেদ ও তারিন অথবা মিলা হোসেন, ইমেল হকের ‘লাল রঙের স্বপ্ন’তে অভিনয় করেছেন জন ও তিশা এবং জাকারিয়া সৌখিনের ‘বেগুনী বিকেলের গল্প’তে থাকবেন আফরান নিশো ও মেহজাবিন।

জানা গেছে, নাটকগুলো ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।