ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইলিয়েনার অনুমতি না নিয়েই নাম ঘোষণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ইলিয়েনার অনুমতি না নিয়েই নাম ঘোষণা! ইলিয়েনা ডি’ক্রুজ

২০০২ সালের ডাকাতি থ্রিলার ‘আঁখে’র সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে গত ১৭ আগস্ট। অমিতাভ বচ্চন ও আরশাদ ওয়ারসির পাশে আনসি বাজমি পরিচালিত এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী ছবি থেকে আসা রেজিনা ক্যাসান্ড্রার।

চারজনই ওই অনুষ্ঠানে ছিলেন।  

‘আঁখে টু’র আরেক নায়ক অর্জুন রামপাল তখন আরেকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন হিমালয় পর্বতের সিয়াচেনে। আর অনিল কাপুর নিজের টিভি শো ‘২৪’-এর প্রচারণা করছিলেন। তাই তারা আসতে পারেননি। ছবিটির আরেক নায়িকা ইলিয়েনা ডি’ক্রুজও অনুপস্থিত ছিলেন। তাকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় ভেন্যুতে।  

এর দুই দিন পর অপ্রত্যাশিতভাবে টুইটারে ইলিয়েনা জানান, তিনি এখনও ‘আঁখে টু’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি। তার ম্যানেজার নিমিশা মুম্বাই মিররকে নিশ্চিত করেছেন, ২৮ বছর বয়সী এই অভিনেত্রী ছবিটি করছেন না। অনুষ্ঠান শেষে মোবাইলে মেসেজ ও ফোনে অভিনন্দন পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান তিনি। তার নাম ব্যবহার করায় নির্মাতাদের ওপর নাখোশ হয়েছেন ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ তারকা।  

ইলিয়েনা বলেন, ‘আমি আখে টুতে চুক্তিবদ্ধ হইনি। অনুমতি ছাড়াই আমার নাম ঘোষণা করা হয়েছে। জনাব বচ্চন ও পরিচালক আনিস বাজমির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তাদের কাছে আমার দিকটি স্পষ্ট করেছি। ’ 

এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রযোজক গৌরাঙ্গ দোশির কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘‘এ ছবিতে ইলিয়েনাকে প্রয়োজন নেই। আমাদের কাছে চার টেক্কা আছে- অমিতজি, অর্জুন, আরশাদ ও অনিল। যদি কোনো অভিনয়শিল্পীর নাম ব্যবহারের মাধ্যমে আমাদের ছবির প্রচারণা করতে চাইতাম, তাহলে বলতে হতো ‘আঁখে টু’তে দীপিকা পাড়ুকোন অথবা ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন! ইলিয়েনা আমাদেরকে বাড়তি পরিবেশক, প্রদর্শক কিংবা দর্শক এনে দেবেন না। ’’ 

যোগ করে প্রযোজক জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহে ছবিটির লেখক নীরাজ পাঠক, পরিচালক ও তিনি বান্দ্রার পাঁচ তারকা একটি হোটেলে চিত্রনাট্য পড়ে শোনাতে ইলিয়েনা ও তার ম্যানেজারের সঙ্গে বসেছিলেন। গৌরাঙ্গ দোশি বলেছেন, ‘চিত্রনাট্যটি ইলিয়েনার ভালো লেগেছে এবং তিনি অভিনয় করতে রাজি হয়েছেন। যাহোক, তার এজেন্সি কাগজপত্র তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে এক সপ্তাহ সময় নেবে বলে তিনি উল্লেখ করেন। তাই আমরা অপেক্ষা করতে সম্মতি জানাই। ’ 

এর এক সপ্তাহ পর ছবিটির পুরো দল মিলে আবার ইলিয়েনার সঙ্গে আবার দেখা করে চূড়ান্ত হওয়া দুটি গান শোনায়। ‘বরফি!’ তারকা তাদেরকে জানান, গানগুলো খুব উপভোগ্য। মহরতে যেতেও তিনি প্রস্তুত। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাকে অনুষ্ঠানের কথা জানালে তিনি আসতে রাজি হন।  

কিন্তু ‘রুস্তম’ তারকা ইলিয়েনা ছবিটিতে অভিনয় করবেন না এবং নাম ব্যবহারের কারণে মামলা করবেন, তার ম্যানেজার সংবাদমাধ্যমে একথা জানাতেই হতবাক হয়েছেন প্রযোজক। অসন্তুষ্টি নিয়ে তিনি বলেন, ‘কী সমস্যা হলো তা জানতে আমার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলবেন বলে মনে হচ্ছে না। কেউ না কেউ নিশ্চয়ই তাকে ভুল বুঝিয়েছে। ’

দোশি আরও বলেন, ‘আমার ফ্রাঞ্চাইজির মূল ভিত্তি জনাব বচ্চন। বিতর্ককে আর বাড়াতে চাই না। সত্যিটা হলো, ইলিয়েনা ছবিটি করতে রাজি হয়েছিলেন। এখন তিনি তা স্বীকার করছেন না। ঠিক আছে, তার মঙ্গল কামনা করছি। ’

এদিকে জানা গেছে, রাহুল নামে আরেকটি অন্ধ চরিত্র যুক্ত করা হচ্ছে চিত্রনাট্যে। একজন নায়িকাও নির্বাচন করতে হবে বলে দীর্ঘশ্বাস ফেলেছেন প্রযোজক। তার মতে, অভিনয়শিল্পী চূড়ান্ত করা কষ্টসাধ্য কাজ। চূড়ান্ত হওয়া তারকারা ছাড়াও নওয়াজুদ্দিন সিদ্দিকি, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, সুনীল শেঠিসহ অনেকের সঙ্গে তিনি কথা বলেছেন গত ছয় মাসে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের দিওয়ালিতে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।