ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনলাইন যুদ্ধে জন-তিশা 

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
অনলাইন যুদ্ধে জন-তিশা  জন ও তিশা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অতো প্রযুক্তিবান্ধব নন। ব্যক্তিগত জীবন থেকে ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম দূরে সরিয়ে রেখেছেন তিনি।

তবে পর্দায় তাকে ফেসবুকপ্রেমী হিসেবে পাওয়া যাবে।  

‘অনলাইন ফাইট’ নামের একটি নাটকে অভিনয় করতে এসে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিশা। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে হাতে ও গলায় উল্কি আঁকিয়েছেন।  

নাটকটিতে তিশার সহশিল্পী গানের মানুষ জন কবির। এর আগেও তারা একসঙ্গে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এবার তাদেরকে ভিন্ন মেজাজে দেখা যাবে ‘অনলাইন ফাইট’-এ।  

শুক্রবার (২৬ আগস্ট) উত্তরার আশ্রয় শুটিং হাউজে নাটকটির কাজের ফাঁকে তিশা বাংলানিউজকে বললেন, ‘একেবারেই ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছি। এখানে আমি একজন ফেসবুকপ্রেমী। যে ঘণ্টায় ঘণ্টায় বিভিন্ন সেলফি এবং কোথায় কি করছে তা পোস্ট করে। অতিরিক্ত ফেসবুক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া কি হয় তা দেখা যাবে এতে। ’

যোগ করে তিশা বলেছেন, ‘বাস্তবে আমি মোটেও প্রযুক্তিবান্ধব নই। ফেসবুক, টুইটার এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। বলা যায় নাটকের চরিত্র আমার বাস্তব জীবনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। তবে বিষয়বস্তুর সঙ্গে আমি একমত। এ নাটকের জন্য বেশ প্রস্তুতি নিতে হয়েছে। শরীরে উল্কি অাঁকিয়েছি। এবারই প্রথম কোনো নাটকে কাজের জন্য উল্কি আঁকাতে হলো। ’

সহশিল্পী সম্পর্কে তিশা বলেন, ‘জন ভাই গানের মানুষ হলেও অভিনয়টা বেশ ভালোই করেন। ’

পরিচালক ইমেল হক ‘অনলাইন ফাইট’ প্রসঙ্গে বললেন, ‘সারাবিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি মাধ্যম। সামাজিক যোগাযোগে ফেসবুকের ভূমিকা থাকলেও তরুণদের মধ্যে হতাশা বাড়ানোর অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এটি। ফেসবুকে বিভিন্ন মানুষের ছবি অথবা স্ট্যাটাসে মন্তব্য করার মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে এক ধরণের অনলাইন যুদ্ধ শুরু হয়ে যায়। আমাদের মূল লক্ষ্য তরুণদেরকে ফেসবুক ব্যবহারে সচেতন করা। এ ছাড়া ফেসবুক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটাও ফুটিয়ে তুলছি। ’ 

গল্পে তিশা হরহামেশা ফেসবুকে সক্রিয় থাকলেও জনের চরিত্রটি এর বিপরীত। তিনি ফেসবুক ব্যবহার করলেও তার বন্ধুর সংখ্যা খুবই কম। কিন্তু তিশা ও জনের ছবি জোড়া লাগিয়ে কিছু মানুষ তা ছড়িয়ে দিয়ে বিভিন্ন মন্তব্য করে। ফলে হঠাৎ জনের ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে। তিনি খুবই বিরক্ত হয়ে কারণ খুঁজতে গিয়ে তিশার সঙ্গে পরিচিত হন। এরপর তাদের মধ্যে চলতে থাকে অনলাইন যুদ্ধ।

নাটকটি প্রসঙ্গে জন কবির বললেন, ‘বিশেষ দিনগুলো উপলক্ষে অভিনয় করি। বরাবরের মতো এবারের ঈদেও আমাকে কয়েকটি নাটকে দেখা যাবে। বর্তমান প্রজন্মের যারা ফেসবুকের সঙ্গে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন তাদেরকে ঘিরেই ‘অনলাইন ফাইট’। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি যে অন্য কারও মানসিক হতাশার কারণ হতে পারে, তা ফুটিয়ে তোলা হবে নাটকে। এ ছাড়া তিশা সহশিল্পী হিসেবে খুব সহযোগিতাপ্রবণ। ’

বৃহস্পতিবার থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান। ঈদুল আজহায় এনটিভির পর্দায় দেখা যাবে ‘অনলাইন ফাইট’।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএমএস/জেএইচ/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।