ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসানের ৩০ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জাহিদ হাসানের ৩০ বছর জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসান মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও দাপট দেখিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বড় পর্দায় তার অভিষেকের ৩০ বছর পূর্ণ হলো ২০১৬ সালে। ১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বলবান’-এর মাধ্যমে চলচ্চিত্রে প্রথম কাজ করেন তিনি।

শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত ‘বিজলী’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করবেন জাহিদ। চলচ্চিত্র পরিচালনারও ইচ্ছে আছে তার। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হয়েছেন তিনি।

‘স্টার নাইট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ। উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে আড্ডায় তিনি নিজের লেখা কবিতার অংশবিশেষ পড়ে শোনান। তাকে চমকে দিয়ে অনুষ্ঠানে হাজির হন পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের সফল মুখ জাহিদ হাসানকে নিয়ে সাজানো অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।