ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতিদিন এক লাখবার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
প্রতিদিন এক লাখবার! ইমরান

‘বলতে বলতে চলতে চলতে’ গানের পর পাল্টে গেছে চেনা চিত্র। এখন লাখের অংকে হিসাব করছেন এ সময়ের সংগীতশিল্পী ইমরান! তার গাওয়া প্রথম লোকজ আঙ্গিকের গান ‘নিশিরাতে চান্দের আলো’ মিউজিক ভিডিওটি প্রতিদিন দেখছেন এক লাখ দর্শক।

পাঁচ দিনের হিসাব তা-ই বলে।  

চলতি বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত তাহসানের সঙ্গে ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’ থেকে নেওয়া হয়েছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় সুর ও সংগীতায়োজন ইমরানের। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন খালেদা আক্তার কল্পনা, আশফাক রানা ও সায়রা।

বাংলানিউজের সঙ্গে আলাপে ইমরান জানান, গানের শিরোনামের সঙ্গে মিল রেখে ২৩ আগস্ট নিশিরাতে (মধ্যরাত) ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। তখনই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এটি। ভক্তদের তাৎক্ষণিক মন্তব্যই বলে দিচ্ছিলো ভালো কিছু অপেক্ষা করছে। অবশেষে গানটি নিয়ে ইতিবাচক সাড়া পেয়ে খুশি ইমরান।  

আগে প্রকাশিত গানের মতো এখানে নিজে মডেল হননি ইমরান। ভিডিওতে তিনি শুধুই ঠোঁট মিলিয়েছেন। তার কথায়, ‘বৈচিত্র রাখার জন্যই এবার নিজে মডেল হইনি। প্রথমবারের মতো লোকজ ঘরানার গান গাওয়ার অভিজ্ঞতা মন্দ নয়। শ্রোতা-দর্শকরা গানটি আপন করে নিয়েছেন দেখে খুব ভালো লাগছে। ’

* ‘নিশি রাতে চান্দের আলো’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।