ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাপ্পার গান বিশ্বব্যাপী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
 বাপ্পার গান বিশ্বব্যাপী বাপ্পা মজুমদার

গান ও পারিবারিক বিনোদনের প্রতিষ্ঠান সনি ডিএডিসির অফিসিয়াল বিপণন ও পরিবেশনা অংশীদার ক্রেইন্স লিমিটেড চালু করেছে আর্টিস্ট স্প্রেড প্ল্যাটফর্ম। এটি হলো বাংলাদেশি শিল্পীদের জন্য স্থানীয় ও বিশ্বব্যাপী সংগীত পরিবেশনার একটি প্ল্যাটফর্ম।

এর সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

আর্টিস্ট স্প্রেডের তত্ত্বাবধানে সনি ডিএডিসি ও ক্রেইন্স তিনজন শুভেচ্ছাদূত নির্বাচন করছে। যাদের দুজন জনপ্রিয় আর একজন নবীন শিল্পী। নবাগতকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করবে ক্রেইন্স। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সলো শিল্পী নির্বাচিত হয়েছেন বাপ্পা মজুমদার। আর ব্যান্ডের মধ্যে আছে মাইলস।  

সোমবার (২৯ আগস্ট) বাংলানিউজের সঙ্গে আলাপে বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলাদেশের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে সনি ডিএডিসির মাধ্যমে। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। ’

বাপ্পা জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রতিষ্ঠানটি প্রকাশ করবে তার একক ইপি। এতে শাহান কবন্ধের লেখা তিনটি মৌলিক গানের পাশাপাশি একটি প্রচলিত লোক গান রাখা হবে। আগামী দুই বছর সনি ডিএডিসি থেকে বের হবে বাপ্পার আরও কিছু গান। এ ব্যাপারে অচিরেই প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে তার।  

আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিকের একটি কার্যক্রম সনি ডিএডিসি। এর মাধ্যমে বাংলাদেশি শিল্পীরা তাদের গান-বাজনা পরিবেশনার জন্য ভারতের তিনটি ও বিশ্বের ২০০টি পরিবেশক প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকবে অনলাইন, মোবাইল, ই-কমার্স, স্ট্রিমিং ও খুচরা বিক্রয় সেবা। ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও তৈরি করে দেবে এই প্ল্যাটফর্ম। এ ছাড়া ভারতের শীর্ষস্থানীয় সংগীত বিক্রয় প্রতিষ্ঠান ও তাদের আউটলেটে সিডি বাজারজাতকরণ হবে সনি ডিএডিসি ব্র্যান্ডের তত্ত্বাবধানে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।