ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রবি-ইয়ন্ডার অ্যাপে ১০ দিন নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
রবি-ইয়ন্ডার অ্যাপে ১০ দিন নতুন গান (বাঁ থেকে) হাবিব, ন্যানসি, হৃদয় খান ও এলিটা

এবারের ঈদ উপলক্ষে বেশকিছু গান নিয়ে আসছে দেশের অন্যতম ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ। বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ১০ দিন মুক্তি পাবে দেশের জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান।

১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ঈদ কার্নিভাল।

রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে বুধবার এসেছে বালামের অ্যালবাম ‘গল্পের শহর’-এর ‘প্রেমে পড়েছি’ গানটি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে এলিটার নতুন অ্যালবাম ‘চলো উৎসবে’। এতে রয়েছে ‘খুঁটিনাটি খুনসুটি’, ‘রাধার গান’, ‘সেই পূর্ণিমা রাতে’সহ মোট ছয়টি গান। একই দিন থেকে অ্যাপটিতে হৃদয় খানের আগামী একক অ্যালবাম ‘মেয়ে’র ‘ছেড়ো না’ গানটি শোনা যাবে। শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি।  

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিতম হাসানের ‘মুখোশ’ গানটি। একই দিন আসবে সিএমভির ব্যানারে ওয়ারফেজ ব্যান্ডের প্রাক্তন সদস্য মিজানের একক অ্যালবাম ‘অন্য গ্রহের মানুষ’। ১০ সেপ্টেম্বর থাকছে প্রেটিউনস থেকে সাজানো পান্থ কানাইয়ের ‘নদীর জলে’ গানটি।  

১১ সেপ্টেম্বর আসবে হাবিবের ‘অজানা পথ’ গানটি। এর মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। একই দিনে মিনারের গান ‘কি করি’ থাকবে অ্যাপটিতে। গানচিল থেকে শিগগিরই অ্যালবামটি প্রকাশ হবে। ১২ সেপ্টেম্বর ইউ ফ্যাক্টরের ব্যানারে ফুয়াদের ফিচারিংয়ে কোনালের ‘মন’ গানটি মুক্তি আসবে। ১৩ সেপ্টেম্বর আসবে ইউ ফ্যাক্টরের ব্যানারে কুমার বিশ্বজিতের গান ‘মানুষ হতে গিয়ে’।  

বেলাল খানের নতুন অ্যালবাম ‘প্রেমানুভূতি’ মুক্তি পাবে ১৪ সেপ্টেম্বর। সিএমভির ব্যানারে এটি করা হয়েছে। একই দিনে ঈগল মিউজিকের ব্যানারে মৌমিতা তাসরিন নদীর ‘বলবো না আর কোনোদিন’ অ্যালবামের শিরোনাম-গানটি মুক্তি পাবে। সুরাঞ্জলীর ব্যানারে ইলিয়াস হোসেনের অ্যালবাম ‘ছুঁয়ে দিও’ আসবে ১৫ সেপ্টেম্বর। এ ছাড়া একই দিনে সাউন্ডটেকের ব্যানারে নীলা নাজের ‘তুমি দিলে তাই’ গানটি বের হবে। ন্যানসির আরেক গান ‘নদী আমার’ মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।