ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাবিব এবার গীতিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
হাবিব এবার গীতিকার হাবিব-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী পরিচয়ের সঙ্গে এবার হাবিবের নামের সঙ্গে যুক্ত হলো গীতিকার পরিচয়টি। তার লেখা ‘অজানা পথ’ শিরোনামের একটি গান বের হচ্ছে ঈদ উপলক্ষে।

 

দেশের অন্যতম ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ এটি উন্মুক্ত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এটি থাকবে ‘তোমার ঠিকানায়-২’ নামে হাবিবের আগামী অ্যালবামে।

গান লেখা প্রসঙ্গে হাবিব বাংলানিউজকে বললেন, ‘অাসলে অনুভব থেকেই সব কাজ হয়। আমার প্রত্যেকটা সুরের পেছনে একটা না একটা ভেতরের অনুভব থাকে। এটা সেইরকমই। ’ যোগ করে হাবিব বললেন, ‘গান লেখাটা হলো অনেক অনুভবের মধ্যে থেকে কোনো একটাকে সুরের সঙ্গে কথায়ও প্রকাশ করার চেষ্টা। এই তো!’

হাবিব জানান, ১৪-১৫ বছর আগে দুই-একটি গান লিখেছিলেন তিনি। তবে সেগুলো কখনও প্রকাশ্যে আনেননি। সে হিসেবে ‘অজানা পথ’ই হতে যাচ্ছে তার লেখা প্রথম প্রকাশিত গান।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।