ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্যারিসে ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
প্যারিসে ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার

‘অজ্ঞাতনামা’র জন্য কসোভোর ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জয়ের পর তৌকীর আহমেদ গেছেন ফ্রান্সের প্যারিসে। সেখানে (বুধবার) ৭ সেপ্টেম্বর সেখানে ছবিটির প্রিমিয়ার হয়েছে ঘটা করে।

লা ব্রাডি সিনেমা থিয়েটারে ‘অজ্ঞাতনামা’ দেখতে জড়ো হয়েছিলেন প্যারিসপ্রবাসী অনেক বাংলাদেশি। তাদের মধ্যে ছিলেন পরিচালক স্বপন আহমেদও। কয়েকজনের সঙ্গে ফেসবুকে আলাপ হলো বাংলানিউজের। সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেন।  

১৯ বছর ধরে প্যারিস আছেন সাব্বির আহমেদ রিপন। তিনি বলেন, ‘বাংলাদেশে এতো ভালো মানের ছবি তৈরি হয়েছে দেখে খুব ভালো লাগলো। বিষয়বস্তু, নামকরণ, অভিনয়শিল্পীদের নৈপুণ্য, ক্যামেরার কাজ, সংলাপ, গান; সব অসাধারণ। তৌকীর আহমেদকে অসংখ্য ধন্যবাদ সবদিক দিয়ে এতো দারুণ একটা ছবি বানানোর জন্য। ’ 

তরুণ বাংলাদেশি ফরিদ আহমেদ রনি বললেন, ‘দালাল, গলাকাটা পাসপোর্ট, প্রবাসী বাঙালি শ্রমিক ও তাদের দুর্বিষহ জীবন, এ ধরনের কিছু চেনা বিষয়ের মধ্যে থেকে এমন একটা আলাদা প্রসঙ্গ নিয়ে সাজানো পুরো ছবিটা দেখার সময় পর্দা থেকে চোখ সরাতে পারিনি। ছবি শেষেও অনেকক্ষণ অজ্ঞাতনামার মধ্যে ছিলাম। ’ 


ছবিটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে মোমার্ত মোশন পিকচার ছবিটি প্যারিসে মুক্তি দেবে আগামী বছরের জানুয়ারিতে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী স্বপন আহমেদ প্রিমিয়ারের আয়োজন করেছেন।

এদিকে ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’। এটি অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়াশিংটনের আরেক উৎসব সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (১৪ থেকে ২৩ অক্টোবর) অংশ নেবে ছবিটি। তার আগে  ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে (৭ থেকে ১৭ অক্টোবর) যাবে এটি।  

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটি গত ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। এর ইংরেজি নাম ‘দ্য আননেমড’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।

গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।

মঞ্চনাটক হিসেবে ‘অজ্ঞাতনামা’ লিখেছিলেন তৌকীর আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তিনি। এগুলো গেয়েছেন রোকন ইমন, পিন্টু ঘোষ ও সুকন্যা ঘোষ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

* কসোভো উৎসবে সেরা পরিচালক তৌকীর

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।