ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাঙালি অভিবাসীকে নিয়ে সালমান খানের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বাঙালি অভিবাসীকে নিয়ে সালমান খানের ছবি

‘ম্যায়নে পেয়ার কিয়া’য় (১৯৮৯) শার্ট খুলে উদোম গায়ে পর্দায় হাজির হয়ে সোরগোল ফেলে দেন সুপারস্টার সালমান খান। এরপর থেকে তার সুঠাম দেহ না দেখলে যেন দর্শকের মন ভরেই না! কাকতালীয় হলো, এবার পুরুষ স্ট্রিপটিজ (দর্শকদের মনোরঞ্জনের জন্য ক্রমে ক্রমে পোশাক উন্মোচন) বিষয়ক ছবি প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

 
    
জিরো থেকে হিরো হওয়া বাঙালি অভিবাসী সোমেন ব্যানার্জিকে ঘিরেই এর গল্প। সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রে পুরুষ স্ট্রিপটিজ পরিবেশনার ক্লাব চিপেনডেলস প্রতিষ্ঠা করে আলোচিত হন তিনি। কলকাতায় শুরু হয়ে জীবননির্ভর ছবিটির গল্পে আসবে চাকচিক্যময় লসঅ্যাঞ্জেলেস ও ইউরোপ।  

খবরটির সত্যতা নিশ্চিত করে সালমান বলেছেন, ‘ষাটের দশকের শেষভাগে ভারত থেকে আমেরিকায় গিয়ে চড়াই-উতরাই পেরিয়ে আমেরিকার সবচেয়ে আলোচিত ব্র্যান্ড তৈরি করেন এই বাঙালি। আমরা মানুষটির তীব্র উচ্চাকাঙ্ক্ষার গল্প তুলে ধরবো সেলুলয়েডে। ’

সোমেনের বাবা ছিলেন প্রিন্টার। উন্নত জীবনের আকাঙ্ক্ষাই তাকে নিয়ে গিয়েছিলো আমেরিকায়। তিনি স্টিভ ব্যানার্জি নামেও পরিচিত। দ্বৈত জীবনযাপন করে গেছেন তিনি। একদিকে উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে ছিলো পরিবারের জন্য ভালোবাসা।

সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে অমর বুতালা বলেন, ‘ভীষণ লোভ, ক্ষমতা ও সহিংসতাসহ গ্যাংস্টার ছবির সব ছায়াই আছে সোমেনের জীবনের গল্পে। আমরা এখন চিত্রনাট্য তৈরির কাজ করছি। এই গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি ও একটি মিনি সিরিজ করার পরিকল্পনা আছে আমাদের।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।