ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিরোজা বেগমের মৃত্যুদিনে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ফিরোজা বেগমের মৃত্যুদিনে… ফিরোজা বেগম

নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের মৃত্যুর দুই বছর পেরিয়ে যাচ্ছে। তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।

সংগীতপ্রেমী মানুষের স্মৃতিতে তিনি অমর। ৯ সেপ্টেম্বর গুণী মানুষটির দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে।  

ফিরোজা বেগম স্মরণে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় তার ভাতিজি নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিস কলকাতার টিভি চ্যানেল সংগীত বাংলায় গান করেছেন। বিশেষ এই দিনে অনলাইনে দুটি মৌলিক গান ও ভিডিও প্রকাশ করেছেন সুস্মিতা। এগুলো হলো- ‘ওগো জন্মভূমি’ ও ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’। দুটি গানই উৎসর্গ করা হয়েছে ফিরোজা বেগমকে।     

এদিকে গত বছর ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুস্মিতা তার নিজস্ব ওয়েবসাইটে চালু করেছেন ‘ফিরোজা বেগম আর্কাইভ’।  

১৯৫৬ সালে কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজা বেগমের। তাহসীন, হামিন ও শাফিন তার তিন ছেলে।
ফিরোজা বেগম জন্মেছিলেন ১৯৩০ সালের ২৮ জুলাই। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওতে গান করে সংগীতবোদ্ধাদের নজর কেড়েছিলেন। ১৯৪২ সালে এইচএমভি থেকে তার গানের প্রথম রেকর্ড বের হয়। ‘মোমের পুতুল’ ও ‘দূর দ্বীপবাসিনী’ গান দুটি সংগীতজীবনে তাকে সাফল্য এনে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সংগীতানুষ্ঠান করেছিলেন তিনি। বহু পুরস্কার পেয়েছেন ফিরোজা বেগম। এর মধ্যে অন্যতম হলো- স্বাধীনতা পদক ও একুশে পদক।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।