ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাসায় ঈদ করলেন লাকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
বাসায় ঈদ করলেন লাকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল-এমন করেই কাটছে কিংবদন্তি সুরস্রষ্ঠা লাকী আখন্দের দিনগুলি। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত লাকী সম্প্রতি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন।

বাসায়ই পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।

লাকীর কন্যা মাম্মিন্তি জানান, সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বাবা। ৯ সেপ্টেম্বর বাবাকে নিয়ে বাসায় এসেছি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। স্বাভাবিক খাবার খাচ্ছেন, পাশাপাশি চলছে ওষুধ।  

ঈদের দিনটি (১৩ সেপ্টেম্বর) পুরান ঢাকার বাসাতেই কাটিয়েছেন লাকী। এদিন তার সঙ্গে দেখা করতে আসেন অনেকেই। এর মধ্যে আছেন তার চিকিৎসকও।  

মাম্মিন্তি আরও জানান, অসুস্থ থাকলেও ঈদুল ফিতরের সময় বাসায় ছিলেন বাবা। এই ঈদটাও বাসাতেই কাটলো। কোনো রোগী বা পরিবারই চায় না বিশেষ এই দিনটি হাসপাতালে কাটুক।  

শিল্পী ও ‍মুক্তিযোদ্ধা লাকীর চিকিৎসায় এরই মধ্যে এগিয়ে এসেছেন সরকার। এখন তার জন্য তহবিল সংগ্রহ করছে ভক্ত ও শিল্পী সমাজ।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬ 
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।