ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘এই কৃতিত্ব আমার নয়, হাবিবের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
‘এই কৃতিত্ব আমার নয়, হাবিবের’ মিঠুন চক্র

‘ও আমার একজন ভালো বন্ধু। এর থেকেও তার বড় পরিচয় হলো ও একজন চমৎকার সুরকার, ড্রামস ও পারকাশন বাদক।

প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন যে, ও একজন ভালো শিল্পী’- মিঠুন চক্র সম্পর্কে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের মূল্যয়নটা এরকমই। সম্প্রতি এই জুটি কাজ করেছেন একটি জিঙ্গেলে। হাবিবের সুরে গেয়েছেন মিঠুন। গ্রামীনফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ জিঙ্গেল দিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রামের তরুণ মিঠুন।  

হাবিবের সুরে জিঙ্গেল গাওয়ার ব্যাপারে মিঠুন বলেন, ‘হাবিব একদিন আমাকে ফোন করে স্টুডিওতে যেতে বললেন। জিঙ্গেলটি শুনিয়ে বললেন গাইতে। তবে একটি শর্ত দেওয়া হলো- পছন্দ হলে আমার কণ্ঠটি রাখা হবে, অন্যথায় নয়। আমি হাবিবের কথা মতো গাইলাম। ওর পছন্দ হলো, পাশাপাশি পছন্দ করলেন গ্রামীনফোনের কর্তারাও। সত্যি বলতে, আমি পেশাদার শিল্পী নই। চারপাশে শুনছি আমার গাওয়া গানটি সবার ভালো লাগছে, আমি মনে করি এই কৃতিত্ব আমার নয়, হাবিবের। ’    

মিঠুন জানান, হাবিবের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সঙ্গে নিয়মিত মঞ্চে বাজান তিনি। হাবিবকে তিনি দিক নির্দেশক মনে করেন।

বিশিষ্ট কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষের সন্তান মিঠুন চক্র পরিচিতি পেয়েছেন পারকাশন ও ঢোল বাদক হিসেবে। কিশোর বয়স থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে ঢোল ও পারকাশন বাজাচ্ছেন। এ আর রহমান প্রথমবার ঢাকায় এসেছিলেন বিসিবির কনসার্ট করতে। ওই সময় তার সঙ্গে মঞ্চ মাতিয়েছেন মিঠুনও।

কিছুদিন আগে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘সাম্পানওয়ালা’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন মিঠুন। এরও আগে প্রথমবার গেয়েছিলেন জনপ্রিয় গায়িকা ন্যানসির সঙ্গে।

* মিঠুন চক্রর গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি’:  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।