ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তি

দেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদেরকে বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্ব যুক্ত করে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহটি।

পথচলার একযুগ পূর্ণ করছে স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে থাকছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এর মাধ্যমে যুগপূর্তি উদযাপন করতে যাচ্ছে দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ। আগামী ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের নিজস্ব মিলনায়তনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

নাটক, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। এখানে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে। এর মাধ্যমে স্টার সিনেপ্লেক্সে ছবি প্রদর্শনীর সময়সূচি, টিকেট বুকিংসহ প্রয়োজনীয় অনেক তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে।

যুগপূর্তির অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্স আমন্ত্রিত অতিথিদেরকে দেখাবে উত্তর আমেরিকায় গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘কুইন অব ক্যাটওয়া’। এটি পরিচালনা করেছেন ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান নির্মাতা মীরা নায়ার। উগান্ডার বিস্ময়কর নারী দাবাড়ু ফিওনা মিতেসির জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। দাবা খেলে দারিদ্রের বেড়াজাল থেকে মুক্তি পায় সে। বিশ্ব দাবা অলিম্পিয়াডে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মেয়েটি হয়ে যায় গ্র্যান্ডমাস্টার।

ইএসপিএন ম্যাগাজিন ও টিম ক্রোদার্সের গ্রন্থ অবলম্বনে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ইএসপিএন ফিল্মস। কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য, শিল্প নির্দেশনা ও বিষয়বস্তুর জন্য সমালোচকরা ‘কুইন অব ক্যাটওয়া’র ভূয়সী প্রশংসা করেছেন। আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিগুলোতে সচরাচর কৃষ্ণাঙ্গদের প্রাধান্য দেখা যায় না।

হলিউডের নতুন ছবিগুলো এখন আন্তর্জাতিক মুক্তির দিনেই দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। কোনো কোনো ছবি যুক্তরাষ্ট্রের আগেই মুক্তি পেয়েছে এখানে। পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

বর্তমানে একটি ভিআইপি-সহ মোট ছয়টি হল রয়েছে স্টার সিনেপ্লেক্সে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সায়মনে একটি হল চালু হয়েছে তাদের। আগামীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও কিছু প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা করছেন বলে জানান শোমোশন লিমিটেডের (স্টার সিনেপ্লেক্স) চেয়ারম্যান মাহবুব রহমান।

বাংলাদেশ সময় : ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।