ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় জাদুঘরে সৈয়দ শামসুল হক স্মরণসভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
জাতীয় জাদুঘরে সৈয়দ শামসুল হক স্মরণসভা সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬)

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক। তার প্রয়াণে স্মরণসভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ৯ অক্টোবর বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান।

স্মরণসভায় সভাপতিত্ব করবেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করবেন হাসান আরিফ ও ত্রপা মজুমদার।

এ আয়োজনে বক্তব্য রাখবেন নাট্যজন আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক মফিদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। সাহিত্যের সব শাখায় ছিলো তার সৃজনী উৎকর্ষ। পঞ্চাশের দশক থেকে বাংলাদেশের সাহিত্যে হাতেগোনা যে কয়েকজন আধুনিকতার পথ নির্মাণ করেছিলেন, সৈয়দ শামসুল হক ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। তার গদ্যের শৈলী, নাটকের সংলাপ ও কাব্য ভাষার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যকে নবীন আবেগে দীপিত করেছে।

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।