ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্কিন মুলুকে বিশ্রামে মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
মার্কিন মুলুকে বিশ্রামে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী

ভালো নেই ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।

পিঠের ব্যথায় কাতরাচ্ছেন ৬৬ বছর বয়সী এই তারকা। ২০০৯ সালে ‘লাক’ ছবির জন্য হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন তিনি। সেই থেকে পিঠের ব্যথা তাকে ভোগাচ্ছে।

মিঠুনের ব্যবস্থাপক বিজয় স্পটবয়ি ডটকমকে বলেছেন, ‘দাদা অসুস্থ। তিনি মুম্বাইয়ে নেই। লস অ্যাঞ্জেলেসে অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে তাকে। দুই সপ্তাহ হলো সেখানে গেছেন। তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন না। চলতি মাসে শেষ দিকে দাদা ফিরবেন। তার পিঠে ফাটল ধরেছে। তবে তাকে অস্ত্রোপচার করাতে হবে না। ’

১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিঠুনের। এর সুবাদে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে তার ঘরে। হিন্দি, বাংলা, ভোজপুরি ও অন্যান্য ভাষা মিলিয়ে সাড়ে তিনশ’রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয় ছবির তালিকায় অন্যতম ‘ডিস্কো ড্যান্সার’, ‘গঙ্গা যমুনা স্বরস্বতী’, ‘স্বামী বিবেকানন্দ’ প্রভৃতি।

মিঠুনের সবশেষ হিন্দি ছবি হলো ‘হাওয়াইজাদা’ (২০১৫)। গত দুই বছরে তাকে দেখা গেছে সালমান খানের ‘কিক’ (২০১৪), অক্ষয় কুমারের ‘এন্টারটেইনমেন্ট’ (২০১৪) ও ‘বস’ (২০১৩) ছবিতে। তার সবশেষ বাংলা ছবি হলো ‘এক নদীর গল্প: টেল অব অ্যা রিভার’ (২০১৫)। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’সহ কয়েকটি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।