ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন কিম কারদাশিয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন কিম কারদাশিয়ান কিম কারদাশিয়ান

বোঝাই যাচ্ছিলো লো প্রোফাইলে চলে গিয়েছিলেন মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান। প্যারিসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতের কবলে পড়ার পর রক্ষা পেলেও ভয়টা বেশ ভালোই পেয়েছেন এই সেক্সসিম্বল।

নিজেকে গুটিয়েও নিয়েছিলেন বেশ খানিকটা।

এ কারণে সোশ্যাল মিডিয়ায় কিমকে দেখা যাচ্ছিলো না। এ নিয়ে ভক্তদের আক্ষেপও কম ছিলো না। অবশেষে ঘটনার ১০ দিন পর গত ১২ অক্টোবর ফের সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন তিনি। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো খবরটি ফলাও করে জানিয়েছে।

তবে টুইটারে এখন থেকে কিমের টুইট কেবল তারাই দেখতে পারবেন যারা তাকে ফলো করছেন। তবে ফলোয়ারদের ব্যাপক হারে ছাঁটাইও করছেন তিনি। টুইটারে ৪ কোটি ৮৪ লাখ ফলোয়ার আছে তার।

আরেকটি খবরে বলা হয়েছে, টুইটার থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণে প্রতিদিন ১০ লাখ ডলার আয় থেকে বঞ্চিত হচ্ছিলেন কিম। তবুও গত ৩ অক্টোবর ডাকাতির কবলে পড়ার পর থেকে কোনো টুইটই করেননি কিম। ওই রাতে ডাকাতরা তার কক্ষে হানা দিয়ে ১ কোটি ১০ লাখ ডলার মূল্যের জুয়েলারি লুট করেছে বলে জানায় প্যারিস পুলিশ।

এর আগে গত ২ অক্টোবর নিজের একটি ভিডিও টু্ইট করেছিলেন কিম। তাতে তিনি ‘কিম কারদাশিয়ান গেম’-এর একটি চরিত্র তুলে ধরেছিলেন।  

বাংলাদেশ সময় : ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।