ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নোবেল জয়ের কথা উল্লেখ করলেন না বব ডিলান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
নোবেল জয়ের কথা উল্লেখ করলেন না বব ডিলান লাস ভেগাসে গাইছেন বব ডিলান

সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের পর বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সংগীত পরিবেশন করতে জনসম্মুখে আসেন মার্কিন গায়ক-গীতিকার বব ডিলান। তবে আরাধ্য পুরস্কারটি পাওয়া নিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে কিছুই বলেননি তিনি।

ববের সংগীত পরিবেশনের সময় শ্রোতাদের আরও গান গাওয়ার অনুরোধ নিয়মিত আসছিলো। তবে ফ্রাঙ্ক সিনাত্রার ‘হোয়াই ট্রাই টু চেঞ্জ মি নাউ’ গেয়ে সংক্ষিপ্ত আকারেই অনুষ্ঠান শেষ করেন ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি। খবর দ্য গার্ডিয়ানের।

ষাটের দশকে ‘দ্য টাইমস দে আর অ্যা-চেঞ্জিন’ নাগরিক অধিকার আন্দোলন ও ভিয়েতনাম যুদ্ধের ইতি হওয়ার প্রচারাভিযানে প্রতিবাদের চেতনা সংগীতে পরিণত হওয়ার সুবাদে খ্যাতি পান বব ডিলান।

৫০ বছরের দীর্ঘ সংগীত জীবনে বব ডিলানের গানের কপি বিক্রি হয়েছে ১ কোটিরও বেশি। ২০০৮ সালে পুলিৎজার পুরস্কার কমিটি থেকে গান রচয়িতা হিসেবে অনবদ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্র পান তিনি।

ডিলানই প্রথম সংগীতশিল্পী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। এর আগে আমেরিকানদের মধ্যে সবশেষ ১৯৯৩ সালে নোবেল পান লেখক টনি মরিসন (জ্যাজ, সং অব সলোমন, বিলাভড)।

বাংলাদেশ সময় : ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।