ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দুই পুত্রকে নিয়ে সুইজারল্যান্ডে হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
দুই পুত্রকে নিয়ে সুইজারল্যান্ডে হৃতিক হৃতিক রোশনের সঙ্গে হৃহান ও হৃধান

হৃতিক রোশন যে তার দুই পুত্র হৃহান ও হৃধানের কাছে দারুণ বাবা তা নিয়ে একতিলও সন্দেহ নেই। সুজান খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পরও তার খোঁজখবর রাখা ও দুই সন্তানের দেখভাল করার বেলায় বরাবরই আন্তরিক তিনি।

হৃতিক রোশন যে তার দুই পুত্র হৃহান ও হৃধানের কাছে দারুণ বাবা তা নিয়ে একতিলও সন্দেহ নেই। সুজান খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পরও তার খোঁজখবর রাখা ও দুই সন্তানের দেখভাল করার বেলায় বরাবরই আন্তরিক তিনি।

প্রতি বছরের মতো বড়দিনে ব্যস্ততার মধ্যেও সময় বের করে দুই পুত্রকে নিয়ে বেড়াতে গেছেন হৃতিক। এবার তারা পাড়ি জমিয়েছেন সুইজারল্যান্ডে। দেশটিতে বরফের ওপর স্কি রোমাঞ্চে মেতেছিলেন বাপ-বেটারা।

ওই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। সঙ্গে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা। ছবিটিতে দেখা যাচ্ছে স্কি করতে প্রয়োজনীয় বেশভূষা পরে প্রস্তুত হৃতিক, হৃহান ও হৃধান।

আজকালের মধ্যে মুম্বাইয়ে ফিরে ‘কাবিল’ ছবির প্রচারণার কাজে নেমে পড়বেন হৃতিক। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ২৫ জানুয়ারি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম। হৃতিকের বাবা রাকেশ রোশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।