ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জাবিতে ‘মুখোশ মানুষ’ নিয়ে হিল্লোল ও নওশীন

নুর আলম হিমেল, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জাবিতে ‘মুখোশ মানুষ’ নিয়ে হিল্লোল ও নওশীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হিল্লোল ও নওশীনের সেলফি

শীতের সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে হাজির হলেন তারকা দম্পতি হিল্লোল-নওশীন। উদ্দেশ্য সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শীতের সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে হাজির হলেন তারকা দম্পতি হিল্লোল-নওশীন। উদ্দেশ্য সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

তবে বক্তৃতা দিয়ে নয়, নিজেদের অভিনীত ‘মুখোশ মানুষ’ ছবি মুক্তির খবর জানাতে এলেন তারা। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তমঞ্চে এর ট্রেলার প্রর্দশন করা হয়।

 

জুলহাজ জুবায়েরের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ‘মুখোশ মানুষ’-এর টিজার ও ট্রেলার, মোশন পোস্টার, ‘আঁধারে ভুবন’ শিরোনামের গান, ‘স্টপ সাইবার ক্রাইম’ শীর্ষক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

সবশেষে ছিলো কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী ১৫ জন প্রতিযোগীর হাতে ছবিটি দেখার টিকেট তুলে দেন হিল্লোল ও নওশীন। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হিল্লোল ও নওশীন

অনুষ্ঠানে ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল জানান, এর আগে ছয় বিভাগে এ ছবির প্রচারণা চালানো হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ‘মুখোম মানুষ’ টিম আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিজি মোশন পিকচার্স প্রযোজিত ‘মুখোশ মানুষ’। এতে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো, প্রসূন আজাদ, মাহমুদুল ইসলাম মিঠু, রাইজা প্রমুখ। ঢাকার প্রেক্ষাগৃহগুলো হলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, রাজমণি ও শাহীন।

এ ছাড়া চলবে মতিমহল (ডেমরা), মিনি গুলশান (জিঞ্জিরা), চান্দনা (জয়দেবপুর), মোহনা (কোণাবাড়ি), চিত্রবাণী (গোপালগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), ছবিঘর (ঝিনাইদহ), বিজিবি (সিলেট), মোহন (হবিগঞ্জ), মমতা (মাধবদী), ছায়াবাণী (ময়মনসিংহ), মুন (মুক্তাগাছা), রজনীগন্ধা (চালা), আনন্দ (কুলিয়ারচর), মধুবন (বগুড়া), সঙ্গীতা (খুলনা), তামান্না (সৈয়দপুর), বীণা (পাবনা), তিতাস (পটুয়াখালী)।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।