ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১ জানুয়ারি বুলবুল জন্মোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
১ জানুয়ারি বুলবুল জন্মোৎসব নৃত্যাচার্য বুলবুল চৌধুরী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুলবুল জন্মোৎসব ২০১৭’। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান।

দেশের জাতীয় নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ৯৮তম জন্মদিন উপলক্ষে যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

বুলবুল জন্মোৎসবে থাকছে আলোচনাসভা, বুলবুল সম্মাননা পদক প্রদান ও বিশিষ্ট নৃত্য পরিচালকদের পরিচালনায় নৃত্যানুষ্ঠান। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।