ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দক্ষিণ কোরিয়ায় লালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
দক্ষিণ কোরিয়ায় লালন লালন ব্যান্ড

লালন সাঁইজির বাণীর বাহক ও ফোক-ফিউশন ঘরানার জনপ্রিয় ব্যান্ড ‘লালন’| ‘এক চোখেতে হাছন কান্দে’ ‘মুছে গেছে সব’, ‘তাল-তমালের বনেতে’, ‘ভরা চান্দের সঙ্গে’, ‘ভুলে মায়া ছেড়েছি ঘর’, ‘দু’কূল’ প্রভৃতি মৌলিক গানে শ্রোতাপ্রিয়তা পেয়েছে তারা। তবে দীর্ঘদিন ধরে আলোচনায় নেই ‘লালন’।

খোঁজ নিয়ে জানা গেছে, মাঝে মধ্যে মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় গানের এই দলটি এখন অবস্থান করছে দক্ষিণ কোরিয়াতে।

 

দক্ষিণ কোরিয়ায় একাধিক শো করবে লালন। এর মধ্যে সুমীর নেতৃত্বে ইনসন শহরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান শোনাবে দলটি। এর আয়োজন করেছে ইপিএস নামে একটি বাংলাদেশি কমিউনিটি। ৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরটির সবু কালচারাল সেন্টারে থাকছে এই আয়োজন।  

‘লালন’-এর পাশাপাশি একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন হৃদয় খান ও আয়েশা মৌসুমী। এতে কৌতুক পরিবেশন করবেন মীরাক্কেলের আরমান। ‘লালন’ আগে থেকেই দক্ষিণ কোরিয়ায় অবস্থান করলেও অন্য শিল্পী-কুশলীরা যাবেন ৫ অক্টোবর রাতের ফ্লাইটে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।