ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রাজকাহিনি’র পর জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
‘রাজকাহিনি’র পর জয়া জয়া আহসান- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাওয়াল সন্ন্যাসীর গল্পটি অনেকেরই জানা। ভাওয়ালের জমিদারের জীবন ছিলো রঙিন। একটি বিশেষ অসুখে মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়। সে সময় তার সৎকারও করা হয়। কিন্তু মৃত্যুর ১২ বছর পর তিনি আবারও ফিরে আসেন। তখন সম্পত্তি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। ১৬ বছর ধরে চলে মামলা।

এবার ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন জনপ্রিয় ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি। এর চিত্রনাট্য লিখেছেন ভাস্বতী ঘোষ।

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে নির্মিতব্য এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় থাকবেন যিশু সেনগুপ্ত। আর তার বোনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। ‘রাজকাহিনি’র পর সৃজিতের সঙ্গে এটি হতে যাচ্ছে জয়ার দ্বিতীয় কাজ।

জয়াকে নিয়ে সৃজিতের প্রত্যাশা অনেক বেশি। সৃজিত তার অভিনয়ের একজন গুণমুগ্ধ ভক্ত এবং জয়াকে তিনি বাংলার সেরা তিন অভিনেত্রীর তালিকায় রাখতে চান। সৃজিতের বিশ্বাস ভাওয়ালের বোনের চরিত্রে দারুণভাবে মানিয়ে যাবেন জয়া।

‘উমা’ ছবির দৃশ্যধারণ শেষ হলেই শুরু হবে নতুন ছবির কাজ। যৌথ প্রযোজনা হলে কিছু অংশের শুটিং বাংলাদেশে হওয়ার সম্ভাবনাও আছে বলে জানান সৃজিত।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।