ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থাপ্পড়ের খেসারত তিন মাসের জেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
থাপ্পড়ের খেসারত তিন মাসের জেল জুবিন গার্গ (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের ৩ মাসের জেল দেওয়া হলো। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। এক কিশোরকে থাপ্পড় দেওয়ার অভিযোগে এই সাজা হলো ‘গ্যাংস্টার’খ্যাত এই গায়কের।

শুক্রবার (৬ অক্টোবর) জুবিনের বিরুদ্ধে এই রায় ঘোষনা করা হয়। জামিনে কিছুদিন মুক্ত থাকলেও এবার লাল দালানে যেতে হচ্ছে তাকে।

 

জনসমক্ষে ধূমপান করার কারণে জুবিন গার্গ ২০১৩ সালে এক কিশোরকে থাপ্পড় মারেন। ছেলেটির বাবা অরূপ বোরবোরা একজন নামকরা আইনজীবী। ছেলেকে থাপ্পড় মারার জন্য তিনি জুবিন গার্গের নামে থানায় অভিযোগ করেছিলেন। সে সময় পুলিশ জুবিনকে গ্রেফতারও করে। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।  

এবার ৪ বছর আগের সেই মামলায় জুবিনের তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হিন্দি ও কলকাতার ছবিতে ‘ইয়া আলি’, ‘দম মারো দম’, ‘লাভ ইউ সনিয়ো’, ‘বোঝে না সে বোঝে না’সহ অনেক গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন জুবিন।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।