ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই দেশে ‘নদ্দিউ নতিম’-এর পাঁচ প্রদর্শনী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
দুই দেশে ‘নদ্দিউ নতিম’-এর পাঁচ প্রদর্শনী  ‘নদ্দিউ নতিম’ নাটকের দৃশ্য

ইংল্যান্ড ও ভারতের পৃথক মঞ্চে দেখা যাবে ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটারের প্রযোজনায় নাটকটি এরই মধ্যে আলোচনা তৈরি করেছে।

ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) উদ্যোগে আমন্ত্রিত হয়েছে নাটকটি। আগামী ২৮ ও ২৯ অক্টোবর গৌহাটির কর্মশ্রী হিতেশ্বর শইকিয়া প্রেক্ষাগৃহ ও সাউথ পয়েন্ট স্কুলে নাটকটির দুটি প্রদর্শনী হবে।

এ ছাড়া আগামী নভেম্বরে ইংল্যান্ডের লন্ডনে নাটকটির তিনটি প্রদর্শনী হবে।  

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। বিভিন্ন চরিত্রে নিয়মিত অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নির্দেশক আসাদুল ইসলাম জানান, এপ্রিলে গৌহাটিতে ম্যাড থেটার ‘নদ্দিউ নতিম’ নাটকের একটি প্রদর্শনী করে। সেই প্রদর্শনী দর্শকের কাছে প্রশংসিত হয়। তাই নাটকটি আবারো সেখানে আমন্ত্রিত হয়েছে।

লন্ডনে সিজন অব বাংলা ড্রামা ফেস্টিভ্যাল মঞ্চ ও ব্রাডি আর্টস সেন্টারে  ১০ ও ১১ নভেম্বর ‘নদ্দিউ নতিম’ নাটকের তিনটি প্রদর্শনী হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।