ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুইজারল্যান্ডে হবে সোনম-আনন্দর বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সুইজারল্যান্ডে হবে সোনম-আনন্দর বিয়ে সোনম কাপুর ও আনন্দ আহুজা

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার বিয়ের গুঞ্জন। কিন্তু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেনি কেউ।

শোনা যাচ্ছে- বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির মতোই দেশের বাহিরে গিয়ে বিয়ের পরিকল্পনা করছেন সোনম-আনন্দ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগামী ১১ ও ১২ মে সুইজারল্যান্ডের জেনেভায় হবে তাদের বিয়ের সকল অনুষ্ঠান।

এ প্রসঙ্গে সোনমের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘বিয়ের দিন ও স্থান নির্ধারণ হয়ে গেছে এবং বিমান বুকিংয়ের প্রক্রিয়া চলছে। সোনমের বাবা অনিল কাপুর নিজে অতিথিদের ফোন করে নিমন্ত্রণ করছেন। সংগীত ও মেহেদী অনুষ্ঠানের পর হিন্দু রীতিতে বিয়ে হবে। ’

প্রথমে শোনা গিয়েছিলো ভারতের যোধপুরে হবে তাদের বিয়ের সকল অনুষ্ঠান। কিন্তু সম্প্রতি জেনেভায় গিয়ে সোনমের সেই জায়গা এতোটাই পছন্দ হয় যে সেখানেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

আগামী ১ জুন মুক্তি পাবে সোনম কাপুর অভিনীত ‘ভিরে ডি ওয়েডিং’। এর আগে অর্থাৎ মার্চ অথবা এপ্রিলের মধ্যেই আংটি বদল হবে তাদের। যেখানে উপস্থিত থাকবে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।     

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।