ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মায়ের শাড়ি পরে পুরস্কার নিলেন জানভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মে ৪, ২০১৮
মায়ের শাড়ি পরে পুরস্কার নিলেন জানভি বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে জানভি কাপুর

গত ফেব্রুয়ারিতে হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু মায়ের চলে যাওয়া হয়তো এখনও মেনে নিতে পারছেন না জানভি কাপুর। তাইতো ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মায়ের শাড়ি পরেই মায়ের পুরস্কার নিলেন তিনি।

জানভির শাড়ি পরা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডিজাইনার মনীষ মালহোত্রা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মায়ের শাড়িতে জানভি কাপুর।

এটি খুব আবেগঘন ও অসাধারণ একটি মুহূর্ত। ’

শ্রীদেবী ও জানভি কাপুরবৃহস্পতিবার (৩ মে) সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে শ্রীদেবীর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে হাজির ছিলেন প্রয়াত নায়িকার স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জানভি এবং খুশি কাপুর।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে শ্রীদেবীকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মায়ের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন জানভি ও খুশি। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন তাদের বাবা বনি কাপুরও।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।