এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত 'ভালো থেকো'। আরিফিন শুভ ও তানহা তাসনিয়া জুটির ছবিটি পর্যায়ক্রমে বিশ্বের ১১টি দেশে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে ‘ভালো থেকো’ ছবির প্রযোজক জাহিদ হাসান অভি শুক্রবার (৪ মে) বাংলানিউজকে বলেন, প্রবাসীদের কাছে দেশীয় ছবির ভালো চাহিদা রয়েছে। সেজন্য আমরা প্রাথমিক পর্যায় বিশ্বের ১১টি দেশে ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। এরপর আরও বেশ কয়েকটি দেশে প্রদর্শনের ব্যবস্থা করবো। ’
কানাডা থেকে ‘ভালো থেকো’র বিশ্ব যাত্রা শুরু হচ্ছে। আগামী ১২ মে দেশটির ৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। পরিবেশনা প্রতিষ্ঠান আরএস মেডকম প্রোডাকশনের ব্যানারে সেখানে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।
কানাডার পর আমেরিকা, ফ্রান্স, ইতালি, মালয়েশিয়া, সুইডেন, দুবাই, ওমান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও সাফটা চুক্তির মাধ্যমে ভারতেও ‘ভালো থেকো’ মুক্তি পাবে।
গত ৯ ফেব্রুয়ারি দেশের ৮৫টি প্রেক্ষাগৃহে দি অভি কথাচিত্র প্রযোজিত ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল। এতে শুভ-তানহা ছাড়া আরোও অভিনয় করছেন আসিফ ইমরোজ,কাজী হায়াৎ,আমজাদ হোসেন,অরুনা বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ৪, ২০১৮
জেআইএম/বিএসকে