ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নির্মাতা মান্নান হীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নির্মাতা মান্নান হীরা মান্নান হীরা

নন্দিত নির্মাতা মান্নান হীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের নিজ অফিসে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

প্রথমে এই নির্মাতাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়।

তার অসুস্থতার খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

তিনি জানান, বর্তমানে বিএসএমএমইউ’র সিসিইউতে মান্নান হীরাকে রাখা হয়েছে।

মান্নান হীরা দীর্ঘদিন ধরে মঞ্চ ও ছোট পর্দায় কাজ করেছেন। সরকারি অনুদানে নির্মাণ করেছেন শিশুতোষ সিনেমা ‘একাত্তরের ক্ষুদিরাম’। এছাড়াও তিনি ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেনসিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad