ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘বাঘি থ্রি’ নিয়ে টাইগার আসবেন ২০২০ সালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
‘বাঘি থ্রি’ নিয়ে টাইগার আসবেন ২০২০ সালে টাইগার শ্রফ

প্রথম সিনেমা ‘হিরোপন্তি’ থেকেই আলোচনায় আছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।

এবার ‘বাঘি’ ও ‘বাঘি টু’র সাফল্যের পর ফ্রাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হতে যাচ্ছেন জ্যাকিপুত্র। বুধবার (১৯ ডিসেম্বর) সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন টাইগার শ্রফ নিজেই।

টুইটারে একটি ছবি পোস্ট করে এ ঘোষণা দেন তিনি। ছবিটিতে লেখা টাইগার শ্রফ আবার  আসছেন ২০২০ সালের মার্চের ৬ তারিখ।

এর আগে ‘বাঘি থ্রি’তে টাইগারের অভিনয় করার বিষয় কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে এবার তা জানা গেলো।

এর আগে ‘বাঘি’তে শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি শোনা যায় নতুন কিস্তিতে অভিনয় করবেন সারা আলি খান। কিন্তু এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে সাইফকন্যা জানান, তিনি সিনেমাটিতে অভিনয় করছেন না।

তাহলে ‘বাঘি’ সিরিজের নতুন পর্বে কে টাইগারের নায়িকা হচ্ছে তা জানার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।