ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন ‘বেহুলা’খ্যাত প্রযোজক ইফতেখারুল আলম কিসলু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
চলে গেলেন ‘বেহুলা’খ্যাত প্রযোজক ইফতেখারুল আলম কিসলু ইফতেখারুল আলম কিসলু

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইফতেখারুল আলম কিসলু আর নেই। শনিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিসলু বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর।

রোববার (০৬ জানুয়ারি) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে কিসলুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বাংলানিউজকে তথ্যগুলো নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

১৯৬৪ সালে ইফতেখারুল আলম তার স্টার ফিল্ম করপোরেশনের ব্যানারে প্রথম রঙিন সিনেমা ‘সঙ্গম’ নির্মাণ করেন। ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দার কালজয়ী সিনেমা ‘বেহুলা’ও প্রযোজনা করেন তিনি। এছাড়াও প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’র অন্যতম প্রযোজকও ছিলেন কিসলু।

পঞ্চাশ দশক থেকে প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক হিসেবে সিনেমা অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।