ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

এবার ‘ঐশী এক্সপ্রেস টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, জানুয়ারি ৬, ২০১৯
এবার ‘ঐশী এক্সপ্রেস টু’ ফাতেমা-তুয-যাহরা ঐশী

কণ্ঠশিল্পী ফাতেমা-তুয-যাহরা ঐশী এবার সিক্যুয়েল অ্যালবাম ‘ঐশী এক্সপেস টু’র কাজে হাত দিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি গানও নির্বাচন করছেন। একাধিক গীতিকবি আর সুর-সঙ্গীতায়োজক নিয়ে তৈরি হচ্ছে অ্যালবামটি।

ঐশীর ক্যারিয়ারের সবগুলো অ্যালবামই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। এর মধ্যে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামটি বিশেষভাবে আলোচিত হয়।
তাই এর সফলতার ধারাবাহিকতায় সিক্যুয়াল অ্যালবামটি করছি’, বাংলানিউজকে বললেন ঐশীর বাবা।
‘ঐশী এক্সপ্রেস টু’ অ্যালবামে ৭ থেকে ৮টি গান থাকছে। এতে গান লিখছেন- রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলিসহ বেশ কয়েকজন। সুর-সঙ্গীতায়োজনে রয়েছেন- মারসেল, এপিরাস, অরুপ প্রমুখ।
২০১৯ সালের কোনো একটি বিশেষ ক্ষণে অ্যালবামটি প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন ঐশী। অ্যালবামের বাইরে সামনে কয়েকটি নতুন গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে ঐশী বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
ওএফবি/জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।