ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর রণবীর-আলিয়ার বাগদান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর রণবীর-আলিয়ার বাগদান! রণবীর কাপুর ও আলিয়া ভাট

গত বছর বলিউডের জন্য ছিলো বিয়ের বছর! দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুরের মতো বড় তারকারা ২০১৮ সালকে বিয়ের বছর হিসেবে স্মরণীয় করে রেখেছেন।

এবার ২০১৯ সালে বিয়ের আভাস পাওয়া যাচ্ছেন তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের। শোনা যাচ্ছে আগামী জুন মাসে রণবীর-আলিয়ার বাগদান সম্পন্ন হবে।

অয়ন মুখার্জি পরিচালিত এ জুটির সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরই নাকি আংটি বদলের কাজ সারতে চান রণবীরের মা নিতু কাপুর।  

এদিকে প্রায়ই রণবীর-আলিয়াকে একসঙ্গে তাদের পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে। তাই তাদের বিয়েতে দু’পক্ষের মৌন সম্মতি রয়েছে বলে অনেকে মনে করছেন।

গত বছর সোনম কাপুরের বিয়েতে রণবীর-আলিয়া একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই বলিউড পাড়ায় তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশ্য প্রেম করার বিষয়টি সংবাদ মাধ্যমে অকপটেই স্বীকার করছেন ‘সঞ্জু’খ্যাত তারকা। তবে কবে বিয়ে করছেন তা তিনি জানাননি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।