ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মহেশ বাবুর নায়িকা হচ্ছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
মহেশ বাবুর নায়িকা হচ্ছেন ক্যাটরিনা? মহেশ বাবু ও ক্যাটরিনা কাইফ

তেলেগু পরিচালক সুকুমারের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণের অভিনেতা মহেশ বাবু। এই সিনেমায় মহেশের নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

সম্প্রতি নাম ঠিক না হওয়া সিনেমাটির জন্য ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলেছেন সুকুমার। মহেশ বাবু ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন।

এখন শুধু ‘জিরো’খ্যাত অভিনেত্রী মত দিলেই সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক।

সব ঠিক থাকলে প্রায় এক দশক পর ক্যারিয়ারের তৃতীয় তেলেগু সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। এর আগে ২০০৪ সালে ভেঙ্কটেশ দাগ্গুবাতির বিপরীতে ‘মল্লিসওয়ারি’ সিনেমার মধ্য দিয়ে তেলেগুতে অভিষেক ঘটে ক্যাটরিনার। এরপর তিনি ২০০৫ সালে নান্দামুরি বালাকৃষ্ণের বিপরীতে ‘আল্লারি পিডুগু’ সিনেমায় অভিনয় করেন।

এদিকে চলতি বছর বলিউডে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।