ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

অনুরাগ কাশ্যপের বিপরীতে ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
অনুরাগ কাশ্যপের বিপরীতে ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনুরাগ কাশ্যপ

বেশ কয়েক বছর ধরে বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে বিরতি ভেঙে হরি বিশ্বনাথ পরিচালিত ‘বাঁশরী’ সিনেমার মধ্য দিয়ে আবারও হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই টলিউড তারকা।

চমকপ্রদ তথ্য হচ্ছে সিনেমাটিতে নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের বিপরীতে ঋতুপর্ণাকে দেখা যাবে। এই প্রথমবার অনুরাগ কাশ্যপের সঙ্গে জুটি বাঁধছেন ‘বম বম বোলে’খ্যাত অভিনেত্রী।

এর গল্প একজন মা ও তার ছেলেকে ঘিরে। ঋতুপর্ণা ও অনুরাগ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন রঘুবীর যাদব, চিত্রাঙ্গদা চক্রবর্তী। আর ঋতুপর্ণার ছেলের চরিত্রে অভিনয় করবেন ‘তারে জমিন পর’খ্যাত অভিনেতা দর্শিল সাফারি।

এদিকে ফেব্রুয়ারিতে ঋতুপর্ণার ‘আহা রে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।