ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

২৬ জুলাই মুক্তি পাবে ঋত্বিকের ‘সুপার থার্টি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
২৬ জুলাই মুক্তি পাবে ঋত্বিকের ‘সুপার থার্টি’ 'সুপার থার্টি'র একটি দৃশ্যে ঋত্বিক রোশন

গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘সুপার থার্টি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন।

সিনেমাটির মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও এই তারিখে ‘মণিকর্ণিকা’ মুক্তির তারিখ ঠিক হওয়ায় ‘সুপার থার্টি’র তারিখ পেছালো।

‘কুইন’খ্যাত পরিচালক বিকাশ বহেলের এর সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুলাই।  

বিষয়টি জানিয়েছেন ঋত্বিক নিজেই। টুইটারে তিনি লেখেন, ‘সুপার থার্টি’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুলাই। বিষয়টি জানাতে পেরে ভালো লাগছে।  

ফ্যান্টম ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মুনাল ঠাকুর, সাজিদ নাদিয়াওয়ালা।  

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।