রোববার (১৭ নভেম্বর) রুনা লায়লার ৬৭তম জন্মদিন। বিশেষ এই দিনে রুনার কণ্ঠের ‘মন চায় প্রতিদিন’ শিরোনামের গানটি নতুন সংগীতায়োজনে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন কোনাল।
রুনার জন্মদিনকে উপলক্ষ করেই গানটি করা এবং এইদিনে তাকে উৎসর্গ করে গানটি শ্রোতামহলে পৌঁছাতে পেরে বেশ উচ্ছ্বসিত কোনাল। এছাড়া রুনার জন্মদিনে গানটি প্রকাশে বাড়তি নজর কাড়ছে শ্রোতাদেরও।
কোনাল জানান, রুনা লায়লা তার আদর্শ। শৈশব থেকেই রুনার দারুণ ভক্ত তিনি। রুনার গায়কী থেকে শুরু করে সব কিছুই অনুসরণ করেন তিনি। প্রিয় মানুষের জন্মদিনে তারই কণ্ঠের একটি গান নিজের কণ্ঠে প্রকাশ করতে দারুণ খুশি এই গায়িকা।
২০০৯ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীস্বীকৃতি পান সোমনূর মনির কোনাল। সেই প্রতিযোগিতার বিচারক ছিলেন রুনা লায়লা। সেবারই প্রথম রুনার সান্নিধ্য পেয়েছিলেন কোনাল।
১৯৮২ সালে গাজী মাজহারুল আনোয়ারের কথায়, আনোয়ার পারভেজের সুরে বিটিভির একটি অনুষ্ঠানের জন্য রোমান্টিক ঘরানার ‘মন চায় প্রতিদিন’ শীর্ষক গানটি গেয়েছিলেন রুনা লায়লা।
ভিডিও: বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ওএফবি