ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী নুসরাত জাহান আইসিইউতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
অভিনেত্রী নুসরাত জাহান আইসিইউতে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান গুরুতর অসুস্থ। শ্বাসকষ্টজনিত কারণে রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের  নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।  

নুসরাতের ঘনিষ্ঠ সূত্র পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে জানান, শ্বাসকষ্টের জন্য নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমা রোগে ভুগছেন।  

জানা যায়, রোববার নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন ছিল। রাতে জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে ছিলেন এই তারকা। হঠাৎ সেখানেই অসুস্থবোধ করেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নুসরাতের সার্বক্ষণিক খোঁজ রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী নুসরাত জাহান

২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন নুসরাত জাহান।  এতে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় দক্ষতার গুণে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। একে একে অভিনয় করেছেন ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’, ‘জামাই ৪২০’, ‘ওয়ান’, ‘জুলফিকার’ ও ‘নাকাব’সহ বেশকিছু সিনেমায়।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।