ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথমবার বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
প্রথমবার বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান রাহাত ফতেহ আলী-সালমান আশরাফ-রবিউল আউয়াল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউডের আলোচিত গায়ক ও পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান, যাকে শুধু গায়কের গণ্ডিতে আটকে রাখা যায় না। কারণ, তিনি নিজেই একটা সংগীতশিল্প প্রতিষ্ঠান।

গুনী এই সংগীতশিল্পী প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গান কণ্ঠ তুললেন। গানের শিরোনাম ‘তোমারই নাম লেখা’।

বাংলাদেশি গীতিকবি রবিউল আউয়াল’র কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ।

রাহাত ফতেহ আলী খানএই গান প্রসঙ্গে রবিউল আউয়াল বাংলানিউজকে বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের মতো তারকার গান করা যে কারো জন্যেই গর্বের। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তিনি আমার লেখা গান গেয়েছেন। অবিশ্বাস্য, এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না। ’

তিনি আরও বলেন, ‘মাস-চারের আগে পাকিস্তানি সংগীত পরিচালক সালমান আশরাফ আমার কাছে ভালো একটা গীতিকবিতা চাই। এরপর আমি ‘তোমারই নাম লেখা’ শিরোনামের গানের কবিতাটি দিই। ভেবেছিলাম, তিনিই এই গানটা গাইবেন। কারণ এর আগেও তিনি আমার কথায় দুটি গান নিজের সুর-সংগীতায়োজনে গেয়েছেন। ’ 

‘কিন্তু এবার তিনি না গেয়ে ফতেহ আলীকে দিয়ে গাওয়ালেন। অথচ কিছুই জানাননি আমাকে। ওনার চ্যানেলে গানটি প্রকাশ করে লিঙ্ক দিয়ে আমাকে চমকে দিলেন। সত্যিই, আমি অনেক বেশি অনুভূত। এটি আমার জীবনের অনেক বড় একটা অর্জন। ’

সোমবার (২৫ নভেম্বর) পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পায়।

এর আগে রবিউল আউয়ালের কথায় পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের সুর-সংগীত ও কণ্ঠে ‘আকাশের রংধনু (২০১৮)’ এবং ‘পাণ্ডুলিপি (২০১৯)’ শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছিল।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।