ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ন ডরাই’ নিয়ে কমিক্স, সিনেমা মুক্তি ২৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
‘ন ডরাই’ নিয়ে কমিক্স, সিনেমা মুক্তি ২৯ নভেম্বর

সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবার নির্মিত হয়েছে সিনেমা। তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারণায় নতুনত্বের ছোঁয়া দিলো প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। গল্পের ধারণা থেকে তারা নিয়ে এলো একটি কমিক্স বুক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ‘ন ডরাই’র মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, নির্মাতা তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফার রহমানসহ সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।

সেখানে ‘ন ডরাই’ নিয়ে তৈরি কমিক্স বই ‘অ্যাডভেঞ্চার অব আয়েশা’র মোড়ক উন্মোচন করা হয়। জানানো হয়, এটি স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে কেনা যাবে। তাছাড়া কয়েক জায়গায় গ্রামের মেয়েদের বিনামূল্যে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, পাঁচ বছর আগে আমি ‘ন ডরাই’ নির্মাণের পরিকল্পনা করেছিলাম। অবশেষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিদেশে কয়েকটি উৎসবে সিনেমাটি দেখে অনেকে প্রশংসা করেছেন। আশা করছি, দেশের দর্শকদেরও ভালো লাগবে। কারণ এতে আমরা নারীদের বাঁধা ভেঙে এগিয়ে যাওয়ার গল্প দেখিয়েছি।  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: রাজীন চৌধুরীকমিক্স প্রসঙ্গে তিনি বলেন, ছোট বেলা থেকে আমি কমিক্স অনেক পছন্দ করি। তাই আমাদের সিনেমার প্রচারণা হিসেবে ও নারীদের এগিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে কমিক্স বইটি তৈরি করা হয়েছে।

নবাগত নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘ন ডরাই’ অর্থ হচ্ছে ভয় করি না। নামটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা থেকে নেওয়া। যদিও নামটি ঠিক করতে আমাদের তিন মাস সময় লেগেছে। এটি আমার মুক্তির পাওয়ার দিক থেকে প্রথম সিনেমা হতে যাচ্ছে। আমাদের সিনেমার আয়েশা চরিত্রটি কীভাবে ভয় না পেয়ে তার স্বপ্ন পূরণে সকল প্রতিবন্ধকতা দূর করেন, তাই দর্শক সিনেমায় দেখতে পাবেন।  

‘ন ডরাই’তে আয়েশার চরিত্রে দেখা যাবে নবাগত নায়িকা সুনেরাহ বিনতে কামালকে। তিনি বলেন, সিনেমাটি করতে গিয়ে আমাকে তিন মাস সার্ফিংয়ের প্রশিক্ষণ নিতে হয়েছে। এটি করতে গিয়ে আমি জীবনের অনেক কিছু শিখেছি। মূলত সিনেমাটি সবার ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।

কয়েকটি সংলাপ কর্তন সাপেক্ষে সোমবার (২৫ নভেম্বর) সেন্সর বোর্ডে ‘ন ডরাই’কে ছাড়পত্র প্রদান করেছে। সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা নারীদের উৎসাহিত করবে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ বচ্চনের ‘পিংক’ সিনেমার চিত্রনাট্য লিখে তিনি প্রশংসিত হন।  

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।