মিতালি রাজের মতো ভারতের এক নম্বর ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপসী পান্নু। তিনি বলেন, সত্যি বলতে মিতালির মতো সফল, নামকরা এক ক্রিকেটারের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।
শুধু এই কথাই নয়, মিতালি প্রসঙ্গে বলতে গিয়ে তাপসী আরও জানিয়েছেন, একজন ক্রিকেটার হিসেবেই যে শুধু মিতালি মাঠে ‘রাজ’ করেছেন তা নয়, একজন মহিলা হিসেবেও সত্য-আদর্শের সামনে দাঁড়াতে গিয়ে তিনি অত্যন্ত সাহসী, দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন। ফলে মিতালি নামটা শুনলে আমার মনে ক্রিকেটারের পাশাপাশি তার ব্যক্তিত্বের ব্যাপারটাও ভেসে ওঠে।
‘শাবাশ মিতু’ বায়োপিক পরিচালনা করতে চলেছেন নির্মাতা রাহুল ঢোলাকিয়া। এ প্রসঙ্গে তাপসী বলেন, একদিকে আমি এই প্রথম এমন এক ছবিতে কাজ করতে চলেছি যার পরিচালক রাহুল ঢোলাকিয়া। অন্যদিকে আবার চরিত্রটা মিতালির মতো এক নামকরা মহিলা ক্রিকেটারের। ফলে এই মুহূর্তে আমি বেশ রোমাঞ্চিত।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমকেআর