ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

আত্মহত্যা করতে চেয়েছিলেন নেহা কাক্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, ডিসেম্বর ১৩, ২০১৯
আত্মহত্যা করতে চেয়েছিলেন নেহা কাক্কর নেহা কাক্কর

প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেহা কাক্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক পোস্টে হতাশার কথা প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে লেখেন, হ্যাঁ, আমি হতাশায় ভুগছি।

নেহা তার এই হতাশা নিয়ে ইন্ডিয়ান আইডল’র এক শো’তে অনেক অজানা কথার পাশাপাশি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন। কিন্তু কেনো করেননি, সেই প্রসঙ্গেও মত দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা।

তিনি বলেন, ‘আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক প্রিয় মানুষের কথা মনে পড়ছিল। তাই সিদ্ধান্ত পাল্টাতে পেরেছিলাম। হতাশায় ভুগলে আপনারাও এই কাজটি করতে পারেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। ’

তিনি আরও জানান, হিমাংশের সঙ্গে তার প্রেম ভেঙে যাওয়ার পর অনেকেই তাকে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়, নানাভাবে তাকে কটাক্ষও করতে ছাড়েননি। কিন্তু সব কিছু এড়িয়ে গেছেন তিনি। আর এই বিষয়টি থেকে এখন একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।